প্রকাশের তারিখ : ২৪.১০.২০২১
অপেক্ষা
শুধু প্রহরই গুনে যাই
আবার কখন দেখবো তোমাকে
আবার কখন উঠবে লাল সূর্য
আলো ফুটবে এ অন্ধকার আকাশে
অপেক্ষা
সব মাঝি ফিরে আসে বাড়ি
দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকা
গৃহিনীর মুখে ফের হাসি ফুটে
আরেকটি সংগ্রামের শেষ হয়
অপেক্ষা
স্বাধীনতা এবং মুক্তির পরিস্থিতির
মুখ খুলে কথা বলার অধিকারের
মন খুলে ভালোবাসার প্রয়োজনের
মুক্ত মানুষ হয়ে জীবনের
সংগ্রামের
অপেক্ষা
তোমার সাথে আমার ঘনিষ্ঠতার
আবেগের বিরহের খুনসুটির রেষারেষির
দীর্ঘ হাস্যজ্জ্বল কথোপকথন, হালকা অশ্রু বিসর্জন
এই এক মধুর অপেক্ষা
এই এক প্রণয়ের অপেক্ষা