প্রকাশনার তারিখ : ১৪.১০.২০২১
যখন তুমি হয়ে যাবে অন্যজন এর
তখন কি আমি আর তোমায় ভালোবাসবোনা?
তোমার হাসির শব্দগুলো কি শোনা হবে না
আমার লেখা কবিতাগুলো তোমার নিকট পৌঁছাবেনা?
যখন তুমি চলে যাবে অনেক দূরে
তখন কি আমি আর তোমায় ভালোবাসবোনা?
জানালার পাশের ফুলগুলি কি আর ফুটবেনা
গাছের ডালে পাখিরা কি আর গাইবেনা
যখন তুমি অন্যের কাধে মাথা রাখবে
তখন কি আমি আর তোমায় ভালোবাসবোনা?