প্রকাশের তারিখ : ২৫.১০.২০২১
তুমি বিদায় জানানোর পর
আমার কলম থমকে যায়
দখিনা বাতাস স্তিমিত হয়
নদীর জল শুকিয়ে যায়
তোমার চরণের শেষ ধূলিতে
সন্ধ্যার পাখিরা পথ হারায়
বসন্তের ফুল ঝরে পড়ে
ব্যাস্ত যানবাহন থমকে যায়
তোমার প্রস্থানের খবর পেয়ে
আকাশ কালো মেঘে ছেয়ে যায়
বসন্তের ফুল ঝরে পড়ে
লাল সূর্য অস্তমিত হয়